জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে মাদারীপুরে তুষার ভুঁইয়ার বিরুদ্ধে দুদকের তদন্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে মাদারীপুরে তুষার ভুঁইয়ার বিরুদ্ধে দুদকের তদন্ত

মাদারীপুর সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম তুষার ভুঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে মাদারীপুর জেলা দুদক অফিসে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে মাদারীপুর দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামানকে।

তুষার ভুঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি সাবেক এমপি ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম ভুঁইয়ার বড় ছেলে এবং মেসার্স লুবনা ট্রেডার্সের স্বত্বাধিকারী।

সূত্র জানায়, দায়িত্ব পাওয়ার পর তুষার ভুঁইয়াকে দুদক কার্যালয়ে তলব করে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ২৫ মে সকল প্রকার প্রয়োজনীয় কাগজপত্রসহ তাকে উপস্থিত হতে বলা হয়েছে।