বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যম পাড়ায় অবস্থিত বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রামের বায়তুশ শরফ সমূহের পরিচালক মাওলানা ফোরকান আহমদ। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সুপার মাওলানা শামসুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সুলতান আহমেদ ও হুমায়ুন কবির মুসা।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বক্তব্য, হামদ-নাত, এবং জানাজার নামাজের ছায়া দৃশ্য পরিবেশন করে। আলোচনা সভা শেষে ২০২৫ সালের মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম (নাজেম হুজুর) এর স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠানটির বর্তমান সাফল্যের প্রশংসা করেন। তারা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মকে এ শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান।

মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বক্তারা জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করলে, পরিষদের সদস্যরা উন্নয়নে সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের সম্মাননা স্মারক ও ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।