কমেছে জেট ফুয়েলের দাম, উপকৃত হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট
দেশীয় বাজারে বিমান চলাচলের জন্য ব্যবহৃত জেট ফুয়েল বা জেট এ-১ এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে, অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতাদের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩ দশমিক ৫৭ টাকায় নামিয়ে আনা হয়েছে। আর আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতাদের জন্য প্রতি লিটারের দাম ০.৭৫ ডলার থেকে কমিয়ে ০.৬০৬৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এই দাম মঙ্গলবার রাত ১২টা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়।
এছাড়াও, জেট এ-১ বিপণনে বিভিন্ন চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মজুত ও বিপণন চার্জ নির্ধারণ করা হয়েছে প্রতি লিটারে ৪ দশমিক ০৪ টাকা এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিপণন চার্জ নির্ধারিত হয়েছে প্রতি লিটার ০.৮৮ টাকা।
২০০৩ সালের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত এবং অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর মূল্য নির্ধারণ করা হয়। এই উদ্দেশ্যে বিপিসি গত ২০ জানুয়ারি প্রস্তাব দেয় এবং পদ্মা অয়েল কোম্পানি ১৮ ফেব্রুয়ারি বিপণন চার্জ সংশোধনের প্রস্তাব জমা দেয় কমিশনে।
এই প্রস্তাবের ভিত্তিতে গত ২৩ মার্চ বিইআরসি কার্যালয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয় এবং ৬ এপ্রিল পর্যন্ত লিখিত মতামত গ্রহণ করা হয়। সবদিক বিবেচনায় বিইআরসি চূড়ান্তভাবে এই নতুন দাম নির্ধারণ করে, যা এভিয়েশন খাতে খরচ কমাবে এবং যাত্রীদের জন্য ভাড়া নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন