কার্লো আনচেলত্তি হচ্ছেন ব্রাজিলের কোচ: ৬০ বছর পর আবারও বিদেশি ডাগআউটে

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো—ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন ইতালিয়ান কৌশলবিদ কার্লো আনচেলত্তি। চলতি মে মাসেই লা লিগার মৌসুম শেষ হওয়ার পর তিনি ব্রাজিল দলের দায়িত্ব নিচ্ছেন বলে নিশ্চিত করেছে বিবিসি এবং স্কাই ইতালিয়ার খ্যাতিমান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। ধারণা করা হচ্ছে, ২৬ মে থেকেই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে তাকে।
ব্রাজিল ফুটবল ফেডারেশনও জানিয়েছে, মে মাসেই আনচেলত্তি ব্রাজিলে আসছেন। যদিও তারা নির্দিষ্ট করে কোনো তারিখ ঘোষণা করেনি। ২০২৬ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আনচেলত্তি। এর মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে তিনিই হচ্ছেন প্রথম বিদেশি কোচ যিনি পূর্ণ মেয়াদে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। এর আগে ১৯৬৫ সালে আর্জেন্টিনার ফিলপো নুনেজ স্বল্প সময়ের জন্য সেলেসাওদের কোচের দায়িত্ব পালন করেছিলেন।
তবে এই চুক্তি চূড়ান্ত হতে সময় লেগেছে। শুরুতে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে ক্লাব বিশ্বকাপের আগে ছাড়তে নারাজ ছিলেন। সেই কারণে কিছুদিন আলোচনায় ছন্দপতন হলেও, শেষ পর্যন্ত রিয়াল তাদের অবস্থান থেকে সরে আসে এবং ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাথে সমঝোতায় পৌঁছায়।
আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথমবারের মতো কোনো জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। তবে ক্লাব পর্যায়ে তার অর্জন চোখধাঁধানো। ইউরোপের টপ ফাইভ লিগের সবগুলোতে শিরোপা জয় করা একমাত্র কোচ তিনি। এছাড়াও তার রয়েছে কোচ হিসেবে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য রেকর্ড।
আসন্ন জুন মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়েই ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন কার্লো আনচেলত্তি। দীর্ঘ ৬০ বছর পর আবারও বিদেশি কোচের অধীনে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আপনার মতামত লিখুন