ভুটানের উইমেন্স লিগে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ
ভুটানের উইমেন্স লিগে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা

ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে চমৎকার পারফরম্যান্স উপহার দিচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। ১০ মে থিম্পু সিটির হয়ে মারিয়া মান্দারা খেলেন ১০ জনের দল নিয়ে এবং গোল করে দলকে জেতাতে সাহায্য করেন। সোমবার ছিল কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও রূপনা চাকমাদের ট্রান্সপোর্ট ইউনাইটেডের ম্যাচ।

এই ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেড ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারায় জিএজি অনূর্ধ্ব-১৭ দলকে। ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার করেন জোড়া গোল এবং দুর্দান্ত খেলে অর্জন করেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে থিম্পু থেকে কৃষ্ণা জানান, “আমি ও রূপনা শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছি। মাসুরা পারভীন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড় হতে পেরে খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা আমরা বড় ব্যবধানে জিতেছি। সতীর্থরা মাঠে অনেক সহযোগিতা করেছে।”

আগামী মাসে কৃষ্ণাদের পরবর্তী ম্যাচ। এই সময়টাতে দেশে ফিরবেন কি না, জানতে চাইলে কৃষ্ণা বলেন, “সামনে জাতীয় ফুটবল দলের জর্ডান সফর আছে। ডাক পেলে অবশ্যই ফিরবো।”

এদিকে ভুটানের এই লিগে পারো এফসির হয়ে খেলবেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার সাবিনা খাতুন, সুমাইয়া, মনিকা ও ঋতুপর্ণা চাকমা। তাদের ম্যাচ ১৫ মে, প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ক্লাব।