কাশ্মীরের শোপিয়ানে বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত, অভিযান অব্যাহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন বন্দুকধারী নিহত হয়েছে। এনডিটিভির খবরে জানানো হয়, আরও একজন বন্দুকধারী ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। কুলগাম এবং শোপিয়ানের বনাঞ্চলীয় এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে, যেখানে প্রায় দুই ঘণ্টা ধরে সেনাবাহিনী ও প্যারামিলিটারির সঙ্গে বন্দুকধারীদের গোলাগুলি চলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরো অভিযানটি পরিচালিত হয়।
মঙ্গলবার (১৩ মে) ভারতীয় সেনাবাহিনী এক্স-এ (সাবেক টুইটার) জানায়, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোয়েকাল কিলারে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বন্দুকধারীরা প্রথমে গুলি চালালে পাল্টা আক্রমণে তিনজন বন্দুকধারী নিহত হয়। এখনো অভিযান চলছে বলে জানায় সেনাবাহিনী।
এর আগে কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালায়। এই ঘটনার কিছুদিন পরেই শোপিয়ানে ফের বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটল।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে বলেন, এটি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং এর মাধ্যমে ভারতের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় বার্তা দিয়েছে।
আপনার মতামত লিখুন