ছাত্রদল নেতা সাম্যর হত্যায় ছাত্রশিবিরের শোক ও দ্রুত বিচার দাবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ
ছাত্রদল নেতা সাম্যর হত্যায় ছাত্রশিবিরের শোক ও দ্রুত বিচার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একইসাথে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বুধবার (১৪ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সদ্দাম বলেন, ক্যাম্পাস এলাকায় বহিরাগতদের হাতে একজন শিক্ষার্থী খুন হওয়া দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য অশনিসংকেত। শিক্ষার পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং তার আশেপাশের এলাকা নিরাপদ রাখা এখন অত্যাবশ্যক।

নেতারা আরও বলেন, দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান এখন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশেপাশের এলাকাগুলোতে বহিরাগত অপরাধীদের অবাধ বিচরণ লক্ষ করা যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, মাদকসেবন, এবং শিক্ষার্থীদের হেনস্তার মতো ঘটনা বারবার ঘটছে। এসব পরিস্থিতি শুধু নিরাপত্তার সংকট নয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের জন্যও ভয়ানক হুমকি।

বিবৃতিতে ছাত্রশিবির নেতারা বলেন, শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একক প্রচেষ্টায় এসব অপরাধ রোধ করা সম্ভব নয়। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং জনসাধারণকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা উদ্যোগ সত্ত্বেও একটি গোষ্ঠী বারবার এসব উদ্যোগের বিরোধিতা করে, যা অপরাধীদের আরও উৎসাহিত করে এবং শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে।

নেতারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, মাদকসেবী ও সন্ত্রাসীদের নির্মূল এবং ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানোর আহ্বান জানান। তারা সাম্যর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আমরা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন।”