“জামায়াত-শিবিরকে ব্যবহার করে এখন পাকিস্তানপন্থী তকমা দেওয়া হচ্ছে”: রাশেদ খান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
“জামায়াত-শিবিরকে ব্যবহার করে এখন পাকিস্তানপন্থী তকমা দেওয়া হচ্ছে”: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও আন্দোলন সফল হওয়ার পর তাদের ‘পাকিস্তানপন্থী’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সোমবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তিনি লিখেন, “আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা ও শাহবাগ ঘেরাওয়ে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামায়াত-শিবির। জাশি ও এনসিপির নেতাদের একসাথে বসে ও দাঁড়িয়ে বক্তব্য দিতেও দেখা গেছে। আমার মতে, যমুনা ও শাহবাগ ঘেরাওয়ে অন্তত ৬০ শতাংশ ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মূলত তাদের উপস্থিতি ছাড়া আন্দোলন জমত না।”

তবে আন্দোলন আংশিক সফল হওয়ার পর এনসিপির নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন রাশেদ খান। তিনি বলেন, “আন্দোলনের পর এনসিপির নেতারা জামায়াত-শিবিরের তকমা এড়িয়ে যেতে চাচ্ছেন। অথচ এনসিপির কমিটিতেই শিবির সংশ্লিষ্ট নেতারা রয়েছেন। কেউ কেউ অতীতে শিবিরের রাজনীতির সাথেও যুক্ত ছিলেন।”

তিনি বলেন, “কিছু মহল থেকে অভিযোগ এসেছে— শাহবাগের প্রতিশোধ নিয়েছে জামায়াত-শিবির! আমি এমনটা বলছি না। তবে প্রশ্ন উঠছে, যমুনার আন্দোলন কেন শাহবাগে গেলো?”

রাশেদ খান আরও লিখেছেন, “জামায়াত-শিবিরকে ব্যবহার করে এখন তাদের পাকিস্তানপন্থী বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এবার যদি জাশি ন্যূনতম শিক্ষা নেয়, তবে ভবিষ্যতে তারা এভাবে জনশক্তি নিয়ে এগিয়ে আসবে না। আর যদি তারা মনে করে, চড় মেরে ক্ষমা চাইলেই সব মাফ হয়ে যাবে, তাহলে ভবিষ্যতেও এমন আহ্বানে তারা আবারও হাজির হবে।”

শেষে তিনি বলেন, “যদি তাদের রাজনীতির উদ্দেশ্য হয় কেবল অন্যের আহ্বানে জনশক্তি সরবরাহ করা, তবে সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”

রাশেদ খানের এ মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।