ট্রাম্পের সৌদি সফরে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ও অর্থনৈতিক কূটনীতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ
ট্রাম্পের সৌদি সফরে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ও অর্থনৈতিক কূটনীতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে উল্লেখযোগ্য একটি চুক্তির খবর পাওয়া গেছে, যার আওতায় প্রায় ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবকে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এই চুক্তিতে রাডার সিস্টেম ও পরিবহন বিমানের মতো সামরিক উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সৌদি আরবের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ হলেও, জো বাইডেনের শাসনামলে এই সম্পর্কে কিছুটা শীতলতা দেখা দিয়েছিল। ইয়েমেন যুদ্ধে সৌদি ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাইডেন প্রশাসন তখন দেশটিতে অস্ত্র বিক্রি স্থগিত করেছিল।

এর আগেও সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টে বলা হয়েছিল, যুবরাজ মোহাম্মেদ বিন সালমান এই হত্যাকাণ্ডের অনুমোদন দিয়েছিলেন, যদিও সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এ সফরের মাধ্যমে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম বিদেশ সফর শুরু করেছেন, যার মূল উদ্দেশ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকর্ষণ করা। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রীয় সার্বভৌম সম্পদ তহবিল থেকে বিনিয়োগ নিশ্চিত করতে চান তিনি, যা তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে বাস্তবায়নে সহায়ক হবে বলে মনে করছেন।

মঙ্গলবার ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন এবং রিয়াদে অনুষ্ঠিত সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে অংশ নেবেন, যেখানে ওয়াল স্ট্রিট ও সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীরাও উপস্থিত থাকবেন। সফরের শেষভাগে বুধবার তিনি উপসাগরীয় নেতাদের সম্মেলনে অংশ নেবেন এবং শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে চারদিনের সফর শেষ করবেন।