“সব ছেড়ে রাজপথে নামতে মন চায়”: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ
“সব ছেড়ে রাজপথে নামতে মন চায়”: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, মাঝে মাঝে সবকিছু ছেড়ে রাজপথে নেমে যেতে মন চায় তার। রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, “স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন—এই সত্যের চেয়ে বড় আর কিছু নেই। লড়াই যেন থামছেই না। রাজপথের সংগ্রাম একটি সামষ্টিক লড়াই। জুলাইয়ের যোদ্ধাদের মিলনস্থল হয়ে উঠায় রাজপথ আমার কাছে একরকম ভালো লাগার জায়গাও।”

তিনি আরও লিখেন, “মাঝে মাঝে মনে হয়, সব ছেড়ে রাজপথে নেমে যাই। সেটাই যেন আমার প্রকৃত জায়গা—যেখানে আমি অভ্যস্ত ও স্বাচ্ছন্দ্যবোধ করি। তবুও থেকে যেতে হয়, গণ-অভ্যুত্থানের পাহারাদার হয়ে। আমাদের এই লড়াই অনেক সময় দেখা যায় না, শোনা যায় না, তবুও তা চলছে।”

সরকারে থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “সরকারে থাকা এখন দুই ধার বিশিষ্ট তলোয়ারের ওপর দাঁড়িয়ে থাকা। কোনো ভুল না করলেও, জনতার কাঠগড়ায় দাঁড়াতে হয়। আবার ছাত্র-জনতা মাঠে নামলে, রাষ্ট্রের ভরকেন্দ্রগুলোর সন্দেহের চোখ পড়ে আমাদের ওপর। বিশেষ করে ‘জুলাই’ প্রশ্নে আপোষ না করায় আমরা অনেকের চক্ষুশূল হয়ে উঠেছি।”

রাষ্ট্র পরিচালনার জটিলতা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “রাষ্ট্র একটি জটিল পরিসর। এখানে কোনো কিছু বাস্তবায়ন করা সহজ নয়। তারপরও উপদেষ্টা পরিষদ ছাত্র-জনতার পক্ষেই অবস্থান নিচ্ছে এবং জনরায় বাস্তবায়নে সচেষ্ট রয়েছে। যতদিন শহীদদের পক্ষে থাকা সম্ভব, ততদিন আমি আছি। যদি তাদের পক্ষ ছেড়ে দিতে হয়, তাহলে আমার এখানে থাকার প্রয়োজন নেই।”

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়াকে ‘জুলাই জনতার আরেকটি বিজয়’ বলে অভিহিত করে আসিফ মাহমুদ সতর্ক করেন, “স্টাবলিশমেন্টে যারা এখনও আওয়ামী-সিমপ্যাথাইজার, তারা সতর্ক হোন। সামান্য অসতর্কতা আপনাদের পতনের কারণ হতে পারে। জুলাইকে স্বীকার না করে দেশে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ নেই।”

স্ট্যাটাসের শেষে তিনি কিছু ভুয়া প্রচারণার প্রতিবাদও জানান। তিনি লেখেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু ফটোকার্ডে বলা হয়েছে—মাহফুজ ভাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। এটি সম্পূর্ণ মিথ্যা। চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু তা মিথ্যাচারের মাধ্যমে উপস্থাপন অনুচিত। মাহফুজ ভাই শুরু থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন এবং যুক্তিপূর্ণ আলোচনায় অংশ নিয়েছেন।”

আসিফ মাহমুদের এই মন্তব্যগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।