সাম্য হত্যাকাণ্ডে ছাত্রশিবির সভাপতির উদ্বেগ—নিরাপত্তা হুমকির মুখে ক্যাম্পাস

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য (২৫)। এ মর্মান্তিক ঘটনাকে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এসএম ফরহাদ গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাম্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন—ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা এমন হত্যাকাণ্ড ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
এসএম ফরহাদ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন কোনো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন এবং তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়।
আপনার মতামত লিখুন