সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের ডাক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
সাম্য হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়।

সাম্যের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) চত্বরে গিয়ে পৌঁছায় এবং ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা সবাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।