কক্সবাজারে অনলাইন জিডি সেবা চালু: ঘরে বসেই মিলবে পুলিশের সহযোগিতা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:০১ অপরাহ্ণ
কক্সবাজারে অনলাইন জিডি সেবা চালু: ঘরে বসেই মিলবে পুলিশের সহযোগিতা

এখন থেকে কক্সবাজারে সাধারণ ডায়েরি (জিডি) করতে আর থানায় যেতে হবে না। নাগরিকরা ঘরে বসেই অনলাইনে সহজ ও দ্রুতভাবে জিডি করতে পারবেন। কক্সবাজার জেলা পুলিশ এই সেবা চালু করেছে, যা ১৫ মে থেকে কার্যকর হয়েছে। এই উদ্যোগের ফলে যেকোনো সময়, এমনকি ছুটির দিনেও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জিডি করা যাবে।

এই ডিজিটাল সেবা নিশ্চিত করার বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, নাগরিকদের নিরাপত্তা ও সেবার পরিধি বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় ‘অনলাইন জিডি প্ল্যাটফর্মে সকল ধরনের জিডি’ সেবা চালু করেছে। এর প্রথম ধাপে কক্সবাজারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন এই উদ্যোগের জন্য মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ পুলিশি সেবাকে আরও সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত করবে।

অনলাইন জিডি করতে প্রথমে মোবাইলে ‘Online GD’ অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তারপর মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে নিবন্ধন করতে হবে। এরপর ঘটনার ধরন ও জিডির ধরন নির্বাচন করে, ঘটনাস্থল, তারিখ, বিবরণ এবং প্রয়োজনে ছবি বা ডকুমেন্ট যুক্ত করে সংশ্লিষ্ট থানার নাম নির্বাচন করে ‘Submit’ বাটনে ক্লিক করলেই জিডি সম্পন্ন হবে। সঙ্গে সঙ্গে মোবাইলে জিডির ট্র্যাকিং নম্বর এসএমএস-এর মাধ্যমে পাঠানো হবে।

এই অনলাইন সেবার মাধ্যমে সময়, খরচ ও যাতায়াতের ভোগান্তি ছাড়াই জিডি করা যাবে এবং যে কেউ ঘরে বসে নিজের তথ্যের গোপনীয়তা নিশ্চিত রেখে আইনি সহায়তা পেতে পারবেন। অনলাইন জিডির আওতায় মোবাইল, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স হারানো, হুমকি পাওয়া, সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা সংক্রান্ত তথ্য, নিখোঁজ ব্যক্তি, অনাকাঙ্ক্ষিত ফোন কল বা বার্তা পাওয়া ইত্যাদি বিষয়ে সাধারণ ডায়েরি করা যাবে। জমা দেওয়া প্রতিটি জিডি সংশ্লিষ্ট থানার ওসির কাছে পৌঁছে যাবে এবং প্রয়োজনে পুলিশ ফোন বা সরাসরি যোগাযোগ করতে পারবে। তবে এটি শুধুমাত্র সাধারণ ডায়েরি, কোনো মামলা বা এফআইআর নয়।

এই সেবা কক্সবাজারবাসীর জন্য পুলিশি সহায়তা আরও সহজলভ্য করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।