কলমাকান্দার পাহাড়ি জনপদে রাস্তার উন্নয়নে স্বস্তি, তবে বনবিভাগের আপত্তি

এক সময় সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাহাড়ি অঞ্চলের মানুষকে। নিত্যপ্রয়োজনীয় কাজ, চিকিৎসা কিংবা শিক্ষার জন্য তাদের পাড়ি দিতে হতো কাঁধে রোগী নিয়ে বা পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ। তবে সেই চিত্র এখন বদলে গেছে। কাঠাঁলবাড়ি এলাকার প্রায় ৬০০ আদিবাসী পরিবার এখন রাস্তার সুবিধা পাচ্ছেন, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় এনেছে ইতিবাচক পরিবর্তন।
সরেজমিন ঘুরে দেখা যায়, সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ চলছে পুরোদমে। এরই অংশ হিসেবে কাঠাঁলবাড়ি পাহাড়ি এলাকার একটি প্রায় অর্ধশত বছরের পুরনো রাস্তা সংস্কার করা হয়েছে। এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় বর্তমানে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটো চলাচল করছে, যা স্থানীয়দের জন্য অনেকটা স্বস্তির নিঃশ্বাস।
তবে এই উন্নয়ন কাজকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে বনবিভাগ পাহাড় কাটার অভিযোগ তুলেছে। তাদের দাবি, তিনি বন ও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম পরিচালনা করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে নানা আলোচনা চলছে।
চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন, “এই রাস্তাটি বহু পুরনো। স্থানীয় জনগণের ভোগান্তি লাঘবে এলাকাবাসীর স্বাক্ষরযুক্ত অনুরোধের ভিত্তিতে রাস্তাটি সংস্কার করেছি।” তিনি পাহাড় কাটার অভিযোগ অস্বীকার করে জানান, “পাহাড় কাটা হয়নি, বরং বৃষ্টির পানি যাতে রাস্তার ওপর দিয়ে না আসে, সে জন্য পাশে ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে পাহাড় কাটার মতো দেখাতে পারে।”
এই রাস্তাটি কাবিখা প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে বলে জানান কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। তিনি বলেন, “এটি একটি পুরনো রাস্তা। নতুন করে কোনো পাহাড় কাটা হয়নি। বরং এটি পাহাড়ি জনগোষ্ঠী ও পর্যটকদের চলাচলের গুরুত্বপূর্ণ পথ।”
স্থানীয় আদিবাসী বৃদ্ধ সুবেন মানখিন বলেন, “আগে বর্ষায় হাঁটু সমান কাদা হতো। আমরা বহুদিন ধরে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলাম। এখন রাস্তা পেয়ে অনেক ভালো লাগছে।”
এ বিষয়ে কথা বলতে চাইলে বনবিভাগের বিট অফিসে কর্মরত বনরক্ষী আখতারুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবেশ রক্ষার বিষয়টি মাথায় রেখেই রাস্তাটি সংস্কার করা হয়েছে।
আপনার মতামত লিখুন