কুড়িগ্রামে কিশোর-কিশোরীদের উন্নয়নে বাল্যবিয়ে প্রতিরোধে এ্যাডভোকেসি সভা

কুড়িগ্রামে কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহযোগিতায় চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ এই সভার আয়োজন করে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের আরডিআরএস বাংলাদেশ প্রশিক্ষণ কক্ষে জেলা যুব প্ল্যাটফর্ম ও জেলা ব্রেভ গার্লস প্ল্যাটফর্মের মধ্যে সমন্বয় স্থাপনের উদ্দেশ্যে সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ, কুড়িগ্রাম সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসাইন, ইলিয়াস আলী, ফিল্ড ফ্যাসিলিটেটর রোসনা খাতুনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্রেভ গার্লস কমিটি গঠন এবং কিশোর-কিশোরীদের আত্মকর্মসংস্থান ও স্বপ্ন পূরণে সমাজে অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠন সংশ্লিষ্টরা এতে আশাবাদ ব্যক্ত করেন যে, এই পদক্ষেপগুলো কিশোর-কিশোরীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন