খুলনার অভয়নগরে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি সভা ও প্রচার মিছিল

খুলনার অভয়নগরে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নওয়াপাড়া পৌর বিএনপি সভাপতি আবু নঈম মোড়ল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুর রহমান সাগর।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বেনজির বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন মাহমুদ বকুল।
থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, থানা যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব আল মামুন সোহাগ, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন