চাঁদা না দেয়ায় গাভি আটকে রাখার অভিযোগে আদালতে বাছুর কোলে হাজির গৃহবধূ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
চাঁদা না দেয়ায় গাভি আটকে রাখার অভিযোগে আদালতে বাছুর কোলে হাজির গৃহবধূ

বিশ হাজার টাকা চাঁদা না দেয়ায় দুধের গাভি আটকে রেখেছেন স্থানীয় এক নেতা—এমন অভিযোগ তুলে বাছুর কোলে নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন স্বামী পরিত্যক্তা গৃহবধূ নারগিস আক্তার। বৃহস্পতিবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে মামলায় রূপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যস্থতায় শর্তসাপেক্ষে গৃহবধূ ফিরে যান।

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের বাসিন্দা নারগিস আক্তার জানান, তার স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি এলাকাছাড়া। স্বামী কোনো খরচ বা খোঁজ খবর না রাখায় নারগিস গার্মেন্টসে চাকরি করে কিছু অর্থ জমিয়ে একটি দুধেল গাভি ও একটি বাছুর কিনেছেন।

নারগিসের দাবি, তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা থাকার অজুহাত দেখিয়ে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান বুধবার সকালে তার গাভি নিয়ে যান। ফলে মা গাভির দুধ না পেয়ে এক মাস বয়সী বাছুরটি দুর্বল হয়ে পড়ে। নিরুপায় নারগিস বৃহস্পতিবার বাছুরটিকে নিয়ে আদালতে এসে বোতলে করে দুধ খাওয়াতে থাকেন।

অভিযুক্ত বেলাল খান স্বীকার করে বলেন, “৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দিয়েছিলাম, যা এখন সুদে-আসলে ৩০ হাজার টাকা হয়েছে। ওই টাকা না দেয়ায় আমি গরু নিয়েছি।”

তবে এ ঘটনায় আদালতে কোনো মামলা হয়নি। স্থানীয়দের মধ্যস্থতায় শর্ত ঠিক হয় যে, বাছুরটি যেন গাভির দুধ খেতে পারে। সেই শর্তে নারগিস বাছুরকে নিয়ে বেলাল খানের বাড়িতে রওনা হন। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানান শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সদস্য নুর আলম মল্লিক।