চাঁপাইনবাবগঞ্জে সব আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেল অবরোধ ও মানববন্ধন

ঢাকা রুটে সব আন্তঃনগর ট্রেন চালু ও রেল সংযোগ উন্নয়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রেল অবরোধ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকায় বসবাসরত নাগরিকদের সংগঠন ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি’।
অবরোধের কারণে মল্লিকা এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে পড়ে। পরে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নেতা নূরুল ইসলাম বুলবুল, সাবেক এমপি মো. লতিফুর রহমান, জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, বিএনপি নেতা শামসুল হক গানু, আবু তাহের খোকন, জাসদ নেতা মনিরুজ্জামান মনির, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েলসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আম ও খাদ্যে সমৃদ্ধ সম্ভাবনাময় জেলা চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে বনলতা এক্সপ্রেস ছাড়া আর কোনো আন্তঃনগর ট্রেন নেই। এটি ভোরে ছাড়ায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ হয়। জেলার প্রায় পাঁচ লাখ মানুষ ঢাকায় যাতায়াত করে, তাদের সুবিধার্থে সব আন্তঃনগর ট্রেন চালু করা প্রয়োজন।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
- পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালু
- সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ
- রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপান্তর
- মহাসড়ক চার লেনে উন্নীত করা
পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনুসুর রহমান তা গ্রহণ করে তাৎক্ষণিকভাবে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগেও বুধবার একই দাবিতে নাগরিক সংগঠন ‘সুজন’ রেল অবরোধ কর্মসূচি পালন করে।
আপনার মতামত লিখুন