ছাত্রদল নেতা পাভেল মিয়া হত্যার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০) হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রদল।
বিক্ষোভ চলাকালীন সড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব তন্ময় হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হৃদয় এবং কাঞ্চন পৌরসভার সাবেক কমিশনার মফিকুল খাঁন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, পাভেল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে রূপগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। প্রয়োজনে দেশব্যাপী দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে পূর্ব শত্রুতার জেরে কাঞ্চন পৌরসভার সামনে ছাত্রদল নেতা পাভেল মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৫ জনকে নামীয় ও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন