জয়পুরহাটে পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন চুক্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ
জয়পুরহাটে পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন চুক্তি

পরিচ্ছন্ন জয়পুরহাট শহর গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য জয়পুরহাট পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠান ‘এয়ার ভেঞ্চারস লিমিটেড’ এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের জাকস ফাউন্ডেশনের মিলনায়তনে বাংলাদেশ নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় জয়পুরহাট পৌরসভা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি’র যৌথ আয়োজনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিকভাবে পৌরসভার চারটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

চুক্তিতে পৌরসভার পক্ষে স্বাক্ষর করেন প্রশাসক মো. সবুর আলী এবং ‘এয়ার ভেঞ্চারস লিমিটেড’ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ইসহাক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক মো. সবুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও যুগ্মসচিব আফরোজা আক্তার চৌধুরী।

অন্যান্য উপস্থিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান সমস্যা ও বেসরকারি খাতের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। এসএনভির বিজনেস অ্যাডভাইজর তানভরী আহমেদ চৌধুরী প্রকল্প বাস্তবায়নে সংস্থার ভূমিকা জানান।

এই চুক্তির মাধ্যমে জয়পুরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই পদ্ধতির সূচনা হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।