জামালপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপবৃত্তি টাকা থেকে বঞ্চিত, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট হ্যাকের অভিযোগ

জামালপুরের জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের ২২৯ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৭ জনই উপবৃত্তির টাকা পেয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি শাখার ওয়েবসাইট হ্যাক হওয়ায় বাকি ২২২ জন শিক্ষার্থী এখনও উপবৃত্তির টাকা পাননি। এ কারণে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত অর্থ উদ্ধার ও নিজ নিজ ব্যাংক হিসাব অনুযায়ী প্রদান করার দাবি জানিয়েছে।
ইনস্টিটিউটের কোর্স কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম ও ভাইস প্রিন্সিপাল মো. আলমগীর হোসেন জানান, প্রতিষ্ঠানটির ইউজার আইডি ও পাসওয়ার্ড হ্যাক হওয়ায় গত ২৩ ডিসেম্বর শিক্ষার্থীদের তথ্য ওয়েবসাইটে আপলোডের পরও অধিকাংশের টাকা পাওয়া সম্ভব হয়নি। ২০২০ সাল থেকে অনলাইনের মাধ্যমে অভিভাবকদের ব্যাংক হিসাবেই উপবৃত্তির টাকা দেওয়া হয়। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের অর্থ লেনদেনের জন্য তথ্য আপলোড করা হলেও মার্চে শুধু কিছু শিক্ষার্থীর অভিভাবকের একাউন্টে অর্থ পৌঁছেছে।
অর্থাৎ, হ্যাকিংয়ের কারণে অধিকাংশ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা জমা হয়নি। ২২ এপ্রিল প্রতিষ্ঠানটির প্রতিনিধি দল কারিগরি শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন এবং পরবর্তীতে ওয়েবসাইট চেক ও পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দেয়া হয়। ৩ মে পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আবেদন করা হলেও নতুন পাসওয়ার্ডে লগইন সম্ভব হয়নি। ৮ মে অধিদপ্তরে গিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটির আইডি-পাসওয়ার্ড হ্যাকারদের হাতে পড়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, উপবৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টে যায়, যেখানে কলেজ প্রশাসনের কোনো ভূমিকা নেই। তবে শিক্ষার্থীরা দ্রুত হ্যাক হওয়া অর্থ উদ্ধার করে সঠিক হিসাব অনুযায়ী তাদের কাছে প্রদান করার দাবি জানাচ্ছেন।
আপনার মতামত লিখুন