ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা, পৌর ও কাচালং সরকারি কলেজ ছাত্রদল। তারা দ্রুত হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে এই কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে অবস্থান নেন।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন কাচালং কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী এবং সভাপতিত্ব করেন আহ্বায়ক মো. নুর কবির। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ, সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুছ মানিক, সদস্য সচিব সোহেল রানা এবং অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মেধাবী নেতা সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো নিছক ঘটনা নয় বরং পরিকল্পিত রাজনৈতিক সহিংসতা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততা ও ব্যর্থতাই এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না।”
তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে আগামী দিনগুলোতে আরও আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন