ভারতের কারাগার থেকে ফিরে এসেছে ১১ জন বাংলাদেশি নারী ও পুরুষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
ভারতের কারাগার থেকে ফিরে এসেছে ১১ জন বাংলাদেশি নারী ও পুরুষ

ভারতের বিভিন্ন কারাগারে দালালের ফাঁদে পড়ে দীর্ঘ সময় কারাভোগের পর ১১ জন বাংলাদেশি নারী ও পুরুষ দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা স্থলবন্দর দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

তারা অবৈধভাবে দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়া বলে জানা গেছে। পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করেন। সাজা শেষে পশ্চিম ত্রিপুরার নরসিংগর আটক কেন্দ্রে রাখা হয়েছিল তাদের। পরে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে প্রত্যাবর্তন সম্ভব হয়।

দেশে ফেরার সময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনসুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন অফিসার আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. মুখলেছুর রহমান এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মো. শিহাবুল হোসেন।

দীর্ঘদিন পর প্রিয়জনদের ফিরে পেয়ে সেখানে আবেগঘন দৃশ্য সৃষ্টি হয়, স্বজনরা কান্নায় ভেঙে পড়ে ও একে অপরকে জড়িয়ে ধরে।

ফেরত আসা ব্যক্তিদের একজন, চাপাইনবাবগঞ্জের রুহুল আমিন বলেন, “১৪ মাস আগে এক ঠিকাদার কাজের প্রলোভনে ভারতে যাই। সেখানে ৬ মাস কাজের পর পুলিশ ধরে, এরপর ৬ মাস কারাগার ও আড়াই মাস হোমে ছিলাম। দেশে ফিরে আসায় খুব ভালো লাগছে।”

ফারজানা আক্তারের মা রাবেয়া আক্তার জানান, তার মেয়ে বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গিয়েছিল। পরে পুলিশ তাকে আটক করে। মেয়েকে ফিরে পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন।

ঢাকার নাঈম আলী বলেন, তার ভাইও দালালের ফাঁদে পড়ে ৮-৯ মাস আগে ভারতে আটকা পড়ে এবং সাজা শেষে দেশে ফিরে এসেছে।

ফেরত আসা অন্যদের মধ্যে আছেন কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মো. ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমাদ্দার, রাজশাহীর মো. আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, মো. আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মো. আব্দুল মান্নান ও মো. রুহুল আমিন।

ভুক্তভোগীরা দালালদের ফাঁদে পড়া থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।