ভেড়ামারায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি পারভীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ওসি এস এম শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন ও সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন, যাদের মধ্যে ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব শাহাজান আলী, উপজেলা জামায়াতের আমির জালাল উদ্দীন, প্রেসক্লাব সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও দপ্তর প্রধানরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, সামাজিক অপরাধ, নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মতামত দেন এবং সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান নিয়েও মত বিনিময় করেন। ইউএনও রফিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাতেই নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”
আপনার মতামত লিখুন