যশোরে মুরগির ঘর থেকে উদ্ধার বিষধর পদ্ম গোখরা সাপ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৪:৫২ অপরাহ্ণ
যশোরে মুরগির ঘর থেকে উদ্ধার বিষধর পদ্ম গোখরা সাপ

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে একটি বাড়ির মুরগির ঘর থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় তবিবর রহমান মোল্যার বাড়ির মুরগিরা ঘরে ঢোকার চেষ্টা করছিলো, কিন্তু আবার বেরিয়ে আসছিল। এ পরিস্থিতিতে সন্দেহজনক ভাব হওয়ায় তার স্ত্রী ঘরের ভিতরে আলো জ্বালিয়ে দেখতে পান একটি সাপ কুণ্ডলী পাকিয়ে বসে আছে। পরে খবর পেয়ে স্থানীয় ওঝা ধ্রুব বিশ্বাস এসে সাপটি উদ্ধার করেন এবং খেলা দেখিয়ে নিয়ে যান। ওঝা জানান, উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট। গরম বা খাবারের সন্ধানে সাপটি মুরগির ঘরে ঢুকে আটকা পড়ে। পদ্ম গোখরা সাপ অত্যন্ত বিষধর, যার দংশনে প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুও ঘটতে পারে।