সিংগাইরে বিভিন্ন সরকারি দপ্তরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের নেতৃত্বে মানিকগঞ্জ জেলা টিমের সদস্যরা সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে এই ৩১ দফা পৌঁছে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান রনি, উপজেলা ও পৌর ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। নেতারা জানান, ৩১ দফা কর্মসূচি জনগণের কল্যাণে গৃহীত একটি রূপরেখা, যা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই প্রচারণা চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন