সোনারগাঁয়ে মহাসড়ক সংলগ্ন এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৫:২৬ অপরাহ্ণ
সোনারগাঁয়ে মহাসড়ক সংলগ্ন এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি জমিতে গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে।

অভিযানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়সহ বিভিন্ন মিষ্টির দোকান, ওষুধের ফার্মেসি ও অন্যান্য স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সরকারি জমি পুনরুদ্ধারে পরিচালিত এই অভিযানকে ঘিরে এলাকায় এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়।

উচ্ছেদ কার্যক্রমে আরও অংশ নেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ ও সেগুফতা মেহনাজ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান এবং কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।