হবিগঞ্জের বানিয়াচংয়ে গাভী চুরি ও জবাই: গ্রামবাসীর প্রতিবাদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামে অন্তঃসত্ত্বা এক গাভী চুরি করে জবাই করে গোশত ভাগাভাগির অভিযোগ উঠেছে কয়েকজন স্থানীয়ের বিরুদ্ধে। গাভীর মালিক আব্দুর রউফের স্ত্রী নেহারা খাতুন বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, গত ২৪ এপ্রিল সকালে গাভীটি বাড়ির পাশে মাঠে খুঁটিতে বেঁধে রেখে বাড়ি ফেরেন নেহারা খাতুন। বিকেল ৪টা ৩০ মিনিটে গাভীটি খুঁজে না পেয়ে সন্ধ্যায় জানতে পারেন একই গ্রামের আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে গরু জবাই হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে গোশত ভাগাভাগির দৃশ্য পান এবং জিজ্ঞাসাবাদে প্রত্যেক অভিযুক্ত ভিন্ন ভিন্ন কথা বলেন। খালের পানির নিচে গাভীর বাঁধা রশি ও গাভীর গর্ভের ছয় মাস বয়সী বাছুরসহ আলামত পাওয়া যায়।
অভিযুক্তরা গাভী চুরির কথা স্বীকার করলেও পরে অস্বীকার করে এবং ক্ষতিপূরণের প্রতিশ্রুতিও কার্যকর করেনি। অভিযোগে মোট আটজনকে আসামি করা হয়েছে। নেহারা খাতুন বলেন, “অভাব-অনটনের মধ্যে গাভী ছিল একমাত্র সম্বল, এখন আমরা চরম অসহায়।” স্থানীয়রা অভিযুক্তদের অপকর্মে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার বিকেলে রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভার আয়োজন করেন এবং প্রশাসনের দ্রুত ব্যবস্থা কামনা করেন। গ্রাম প্রবীণরা অভিযোগ করেন, ওয়াহিদ মিয়ার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় দীর্ঘদিন চুরি, চাঁদাবাজিসহ অপরাধ চালাচ্ছে এবং নিজের পরিচয় বিএনপির নেতা হিসেবে দিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশ অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করলেও বাকিরা মুক্ত ঘোরাফেরা করছে এবং বাদীকে মামলা প্রত্যাহারের জন্য ভয় দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নেহারা খাতুন ও স্থানীয়রা দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন