ট্রাম্পের সফরের মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় ১১৫ ফিলিস্তিনির মৃত্যু

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদার সেনারা আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকাল হওয়ার আগেই ভয়াবহ হামলা চালিয়ে অন্তত ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, আজকের হামলার মাত্রা গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি।
স্বাস্থ্য খাতের সূত্রে জানানো হয়েছে, নিহতদের মধ্যে নারী, শিশু ও পুরুষ রয়েছেন, তবে কার কতজন তা এখনো নিশ্চিত করা যায়নি।
এর আগে গতকাল বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। আজকের সংখ্যা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। এর আগে তিনি সৌদি আরব ও কাতার সফর করেছেন।
ট্রাম্পের সফরের আগেই ইসরায়েল হুমকি দিয়েছিল, যদি হামাস যুদ্ধবিরতিতে না আসে, তাহলে তারা বড় ধরনের সামরিক অভিযান চালাবে। সেই হুমকিরই বাস্তবায়ন হিসেবে ট্রাম্প এই অঞ্চলে থাকা অবস্থায় গাজায় হামলা আরও তীব্র করেছে দখলদার বাহিনী।
গত দুই মাস ধরে গাজায় কঠোর অবরোধ আরোপ করেছে ইসরায়েল। খাদ্য, ওষুধ ও ন্যূনতম জিনিসপত্রের ঘাটতিতে সেখানে মানবিক বিপর্যয় চলছে। মানুষ অনাহারে, ক্লান্তিতে দিন কাটাচ্ছে। তবুও ইসরায়েলি হামলার নিষ্ঠুরতা থেমে নেই।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পরিস্থিতিকে গণহত্যার সমপর্যায়ের মানবিক বিপর্যয় হিসেবে দেখছে, কিন্তু এখনো কোনো কার্যকর যুদ্ধবিরতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
আপনার মতামত লিখুন