ট্রাম্পের হুমকিকে পাত্তা দিচ্ছে না ইরান, জানালেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের সফরে এসে ইরানকে নিয়ে তীব্র সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পাল্টা জবাবে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কোনো হুমকির কাছে মাথা নত করবে না তেহরান।
বৃহস্পতিবার (১৫ মে) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, কাতারে সফররত ট্রাম্পের বক্তব্যের জবাবে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের প্রেসিডেন্ট।
বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, “আমাদের জন্য শহীদ হওয়া, বিছানায় মৃত্যুর চেয়ে অনেক বেশি মধুর। আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না।”
এর আগে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসি শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে চুক্তি করতে হলে দেশটিকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। রক্তাক্ত প্রক্সি যুদ্ধ থামাতে হবে এবং স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি পরিহার করতে হবে।”
তিনি আরও বলেন, “যদি ইরান এই শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।”
এদিকে, ওয়াশিংটন ও তেহরান ইতোমধ্যে ওমানের মধ্যস্থতায় পারমাণবিক কর্মসূচি নিয়ে চার দফা বৈঠক করেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি।
যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের টানাপোড়েন চলমান থাকলেও দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে নারাজ, যার ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে।
আপনার মতামত লিখুন