ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী: জনগণের মন জয় করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী: জনগণের মন জয় করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কাঙ্ক্ষিত ও আইনানুগ সেবা প্রদানের মাধ্যমে জনগণের বিশ্বাস ও মন জয় করতে হবে। দেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা প্রয়োজন।

রোববার (১৮ মে) সকাল রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড মাস্টার প্যারেড পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

প্যারেডে ডিএমপি কমিশনার বলেন, মাস্টার প্যারেডের মূল উদ্দেশ্য হলো অফিসার ও ফোর্সের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করা। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, যেখানে আইন ও বিধির বাইরে কোনো কাজ করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, সপ্তাহে অন্তত একদিন প্রত্যেকে তাদের কর্মস্থল পরিষ্কার করবেন এবং জনগণের কল্যাণে, পুলিশ বাহিনীর ভাবমূর্তি বৃদ্ধিতে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ডিএমপিকে আধুনিক, গতিশীল ও আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সম্ভব।

কমিশনার সবাইকে নিরপেক্ষ থেকে জনসেবায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন এবং কঠিন পরিস্থিতিতেও দৃঢ় মনোবল বজায় রাখার পরামর্শ দেন।

মাস্টার প্যারেডে ডিএমপির উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।