দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে ২৬ লাখ ১০ হাজারে দাঁড়িয়েছে
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপে জানা গেছে, ২০২৪ সালের শেষে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ১০ হাজারে।
রোববার (১৮ মে) প্রকাশিত এই জরিপে বলা হয়, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর সময়কালে এবং তার আগের তিন মাস (জুলাই-সেপ্টেম্বর) মিলিয়ে বেকার বেড়েছে প্রায় ৬০ হাজার।
২০২৪ সালের সেপ্টেম্বর শেষে দেশে মোট বেকার ছিল ২৫ লাখ ৫০ হাজার।
জরিপ অনুযায়ী, ২০২৪ সালে দেশের সামগ্রিক বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ।
বিশ্লেষকদের মতে, চাকরির বাজারে স্থবিরতা, দক্ষতা ঘাটতি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতির কারণে বেকারত্ব বাড়ছে। তবে সরকারের পক্ষ থেকে কর্মসংস্থান বাড়াতে নানা উদ্যোগের কথা জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন