বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ৫০ শতাংশে বৃদ্ধি পাবে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ৫০ শতাংশে বৃদ্ধি পাবে

অর্থ মন্ত্রণালয় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ বোনাস (উৎসব ভাতা) বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দিয়েছে। সংশ্লিষ্ট চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে এবছর ঈদুল আজহার আগে এই বোনাস শিক্ষকদের প্রদান করা হবে।

অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল গত ১৪ মে এ সম্মতির বিষয় জানানো চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২১ এপ্রিলের আধাসরকারি পত্র অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাবদ ২২৯ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি ও নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এর আগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বোনাস পেতেন, আর কর্মচারীরা পেতেন ৫০ শতাংশ হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষক ও কর্মচারী উভয়েই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।