ভারত-মার্কিন শুল্ক ইস্যু ও ট্রাম্পের মধ্যস্থতায় উপমহাদেশে শান্তির সম্ভাবনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
ভারত-মার্কিন শুল্ক ইস্যু ও ট্রাম্পের মধ্যস্থতায় উপমহাদেশে শান্তির সম্ভাবনা

ভারত মার্কিন পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে—এমন দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের রাজধানী দোহায় তিনি এ মন্তব্য করেন। তবে ভারতের পক্ষ থেকে এই দাবিকে অস্বীকার করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ বিষয়ে বলেন, “সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।” তিনি আরও জানান, এই বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, যদিও পরে তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়।

এদিকে, পাকিস্তানও যুক্তরাষ্ট্রের সঙ্গে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে দেশটির একটি সরকারি সূত্র। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পক্ষ থেকেও একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে।

এ সকল অর্থনৈতিক আলোচনার পাশাপাশি, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় দুই দেশ চারদিন ধরে চলা সীমান্ত সংঘর্ষের পর সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

গত ১০ মে ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। পরে আরেক পোস্টে তিনি জানান, “কাশ্মীর নিয়ে হাজার বছর পরে হলেও কোনো সমাধানে পৌঁছানো যায় কি না, তা দেখতে আমি দুই পক্ষের সঙ্গেই কাজ করবো।”

এইসব মন্তব্য ও পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় শান্তি ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাকে সামনে নিয়ে আসছে, যদিও এখনো অনেক কিছুই অনিশ্চিত।