মণিপুরে সেনা অভিযানে ১০ জন নিহত, সেনাবাহিনীর দাবি—উগ্রপন্থি

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
মণিপুরে সেনা অভিযানে ১০ জন নিহত, সেনাবাহিনীর দাবি—উগ্রপন্থি

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলসের সদস্যদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পূর্ব কমান্ড। নিহতদের ‘সশস্ত্র উগ্রপন্থি’ দাবি করে সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।

পূর্ব কমান্ড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানায়, ভারত-মিয়ানমার সীমান্তঘেঁষা ওই এলাকায় ‘সন্দেহভাজন উগ্রপন্থিদের’ গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য পেয়ে অভিযান শুরু করে আসাম রাইফেলস। অভিযানের সময় উগ্রপন্থিরা গুলি ছুড়লে পাল্টা গুলিতে ১০ জন নিহত হয়।

এ ঘটনায় নিহতদের পরিচয় বা তাদের পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো গণমাধ্যমে আসেনি। আইনজীবীদের তরফ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এখন তাদের হেফাজতে রয়েছে এবং পুরো এলাকা এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত দুই বছর ধরে মণিপুরে অস্থিরতা চলছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত ২৬০ জন নিহত হয়। ওই সহিংসতার পর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং এখনো সেখানে সেনা মোতায়েন রয়েছে।

সাম্প্রতিক এই পরিস্থিতির সুযোগে মিয়ানমার সীমান্ত পেরিয়ে সশস্ত্র বিদ্রোহীরা রাজ্যে প্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে নিরাপত্তা বাহিনী। এতে করে অঞ্চলের স্থিতিশীলতা আরও হুমকির মুখে পড়ছে।