সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তিন বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ

ঢাকাসহ দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৮ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আগামী পাঁচদিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আগামী ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৯টা পর্যন্ত) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ দমকা হাওয়ায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা পরিস্থিতি
- সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
- রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
- বান্দরবানসহ খুলনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কমে আসতে পারে।
পরবর্তী দিনগুলোর পূর্বাভাস (সংক্ষিপ্তভাবে)
- মঙ্গলবার (২০ মে): একই ধরনের আবহাওয়া বজায় থাকবে।
- বুধবার (২১ মে): রংপুর ও ময়মনসিংহে বৃষ্টি বাড়তে পারে, তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
- বৃহস্পতিবার (২২ মে): দেশের সব বিভাগেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
পাঁচদিনে কোনো বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আপনার মতামত লিখুন