হায়দরাবাদে চারমিনার সংলগ্ন ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৭

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
হায়দরাবাদে চারমিনার সংলগ্ন ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৭

দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম শহর হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ মে) সকালে শহরের ঐতিহাসিক চারমিনারের নিকটবর্তী গুলজার হাউস এলাকায় একটি বাণিজ্যিক ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একাধিক নারী ও সাত বছর বয়সী এক শিশু কন্যাও রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছায় এবং ১১টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় ভবনের বাসিন্দারা উপরের তলায় অবস্থান করছিলেন, যার কারণে প্রাণহানি এড়ানো সম্ভব হয়নি। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ভুক্তভোগী পরিবারটি ভবনের একটি দোকানের ওপরের তলায় বসবাস করত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও দক্ষ ও সজ্জিত করা প্রয়োজন। তিনি জানান, দমকল বাহিনী প্রাথমিকভাবে সঠিক সরঞ্জাম ছাড়াই এসেছিল। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

পুলিশ জানিয়েছে, ভবনটিতে মূলত একটি মাত্র প্রবেশপথ ছিল, যা উদ্ধারকাজে বাধা সৃষ্টি করে। পরে আরেকটি প্রবেশপথ তৈরি করে উদ্ধারকাজ চালানো হয়। অধিকাংশ নিহত ঘটনাস্থলেই অচেতন অবস্থায় পাওয়া যায়। হায়দরাবাদ পুলিশ কমিশনারেটের উপ-কমিশনার স্নেহা মেহেরা জানান, ভবনটি পুরোনো এবং এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। গুলজার হাউস এলাকাটি পুরোনো গহনার দোকান ও বসতবাড়িতে পরিপূর্ণ হওয়ায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল, যা অনেকের দৃষ্টিতে এই প্রাণহানির অন্যতম কারণ।