কলমাকান্দায় বজ্রপাতে নিহত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা বিতরণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ

নেত্রকোণার কলমাকান্দায় বজ্রপাতে নিহত এক পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা রা. আনহু মহিলা মাদ্রাসা ও আন-নূর ইসলামী একাডেমির সামনে বজ্রপাতে মাওলানা মো. দিদারুল হক নিহত হন। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের মধ্যপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত নিহত মাওলানার বাবার হাতে চেকটি তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সাংবাদিক জহিরুল ইসলাম মামুনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন