কুষ্টিয়ার কুমারখালীতে বাস, মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে যুবকের মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে বাস, মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে সুরুজ আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুরুজ আলী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউরিয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের একটি ফার্মেসিতে কর্মরত ছিলেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে কুমারখালী থেকে কুষ্টিয়ামুখে যাওয়ার পথে সুরুজ একটি ইটবোঝাই ট্রাক্টরকে ওভারটেক করার চেষ্টা করছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সুরুজ ছিটকে পড়েন এবং ট্রাক্টরের নিচে চাপা পড়েন। তার বুকের ওপর ট্রাক্টরের চাকা উঠে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে। স্থানীয় বাসিন্দা টিপু সুলতান জানিয়েছেন, সুরুজ ওভারটেকের সময় বাসের ধাক্কায় পড়ে যান এবং স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই সবিজ হোসেন অভিযোগ করেছেন, মহাসড়কে অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ থাকলে এই দুর্ঘটনা ঘটত না। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
চৌড়হাঁস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন