ঝিনাইদহ শৈলকুপায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
ঝিনাইদহ শৈলকুপায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর এলাকায় মহাসড়কের ওপর অবৈধভাবে গড়ে তোলা একটি পাকা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। সোমবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগের এ অভিযান পরিচালনা করা হয়।

সড়ক বিভাগ সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম মহাসড়কের জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন। বারবার সতর্ক করার পরও তিনি নির্মাণ বন্ধ না করায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানা এবং শৈলকুপা থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর বলেন, “মহাসড়কের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে এবং মহাসড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে। সবাইকে অনুরোধ করা হচ্ছে, মহাসড়কের জমি দখল করে কোনো স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকুন।”