পুলিশের নিরপেক্ষ লোগো ফিরিয়ে এনে আস্থা ফেরাল মাগুরা সদর থানা

মাগুরা সদর থানার মূল ফটক ও সাইনবোর্ডে ‘নৌকা প্রতীক’ যুক্ত পুলিশের লোগো ব্যবহার নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহৃত ‘নৌকা’ চিহ্নটি পুলিশ বিভাগের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগোতে থাকায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় এবং থানার মূল ফটক থেকে বিতর্কিত লোগো সরিয়ে বাংলাদেশ পুলিশের নির্ধারিত, নিরপেক্ষ লোগো স্থাপন করা হয়। নতুন লোগো দেখে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, পুরোনো লোগোর নকশায় ভুল ছিল এবং বিষয়টি জানার পরপরই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম জানান, শুধু মাগুরা নয়, অন্যান্য স্থানেও যদি পুরোনো বা ভুল লোগো থেকে থাকে, সেগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আইন ও সংবিধান মেনে নিরপেক্ষভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
স্থানীয় কলেজছাত্রী নাহিদা সুলতানা বলেন, নতুন লোগো দেখে মনে হয়েছে পুলিশ জনগণের সেবক হিসেবেই কাজ করছে, যেখানে রাজনৈতিক প্রতীক থাকা অনুচিত ছিল। সচেতন নাগরিক রফিকুল ইসলাম মন্তব্য করেন, একটি প্রতীক কেবল একটি চিহ্ন নয়, সেটি একটি প্রতিষ্ঠানের মানসিকতা ও অবস্থানের প্রতিফলন। পুলিশের এই পদক্ষেপ তাদের প্রতি জনআস্থা তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতীক ও লোগো অবশ্যই নিরপেক্ষ এবং আইনি কাঠামোর মধ্যে থাকা উচিত। মাগুরা সদর থানার এই দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ গণতান্ত্রিক চর্চা এবং জনআস্থার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
আপনার মতামত লিখুন