বন্যার শঙ্কায় শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট—পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে নদীর পানি বাড়ছে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ণ
বন্যার শঙ্কায় শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট—পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে নদীর পানি বাড়ছে

আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

ভারতের মেঘালয় ও আসামে টানা ভারি বর্ষণের প্রভাবে এবং শেরপুরে গত চার দিনের থেমে থেমে বৃষ্টির ফলে জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এরই মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। শেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আজ সকাল ১০টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে, যেখানে গত রাত ১০টায় তা ছিল ৩৯ সেন্টিমিটার ওপরে।

বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা আবহাওয়া ডট কম-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ি ঢলের সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে একটানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, আজ মঙ্গলবার থেকে আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৬টার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে একের পর এক বজ্রবৃষ্টি অতিক্রম করবে।

পলাশ আরও জানান, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার চিত্রে দেখা যাচ্ছে, দেশের উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে বজ্রবৃষ্টি অতিক্রম করছে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও বৃষ্টি শুরু হয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।