বরিশালে সামাজিক নিরাপত্তা ও স্থানীয় উন্নয়ন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার মতবিনিময়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ণ
বরিশালে সামাজিক নিরাপত্তা ও স্থানীয় উন্নয়ন নিয়ে পরিকল্পনা উপদেষ্টার মতবিনিময়

বরিশালে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সামাজিক নিরাপত্তায় আর্থিক সহায়তা প্রদানে স্থানীয় সরকার ও জনপ্রতিনিধির বিকল্প নেই। স্থানীয় উন্নয়ন স্থানীয়দের পরামর্শ ছাড়া সফল হয় না, তাই সুফল পৌঁছাতে জনপ্রতিনিধির ভূমিকা অপরিহার্য। তিনি এসব কথা বলেছেন বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে সোমবার (১৯ মে) অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়, যেখানে স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বড় কোনো প্রকল্প নিয়ে আমরা গিলতে পারছি না আবার ফেলতেও পারছি না। ৫০ কোটি টাকার নিচের প্রকল্প হলে তাৎক্ষণিক অনুমোদন ও বাস্তবায়ন সম্ভব। তবে মাতারবাড়ি প্রকল্প ছাড়া বড় প্রকল্প গ্রহণ হবে না। পাশাপাশি ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা ছয় লেন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে, যা গাছ কাটা বা ঘরবাড়ির ক্ষতি ছাড়াই বাস্তবায়ন হবে।

তিনি আরও জানান, সামাজিক নিরাপত্তার বরাদ্দের অর্ধেক সুবিধা রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে, অন্যথায় উপকারভোগীরা বেশি সুবিধা পেত। বরিশাল জলবায়ু পরিবর্তনজনিত প্রকল্প অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যেখানে দলগুলোর অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। সার্ফেস ওয়াটার ব্যবহার ও বাইপাস সড়ক নির্মাণ জরুরি। শহরে জীবনানন্দ দাশকে কেন্দ্র করে স্থাপনা ও ধানসিঁড়ি নদী সংরক্ষণ প্রয়োজন।

ভোলার গ্যাস সম্ভাবনা থাকা সত্ত্বেও তা উত্তোলন ও ব্যবহার করা সম্ভব হয়নি। গ্যাস ব্যবহার শুরু হলে শিল্পায়ন সম্ভব হবে। শস্য ভাণ্ডার হিসেবে বরিশালের খালগুলো সংস্কার ও সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। সরকারের কাজ চলছে ভোলা-বরিশাল লক্ষিপুর সেতু নির্মাণের জন্য, যার নকশা তৈরি চলছে। বরিশালে একটি হাব গড়ে তোলা হবে এবং ইকোনোমিক জোন উন্নয়ন হবে।

এসময় বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।