বরিশাল নার্সিং কলেজে পরীক্ষার ফরম পূরণে বাধা, আন্দোলনরত পোস্ট বেসিক বিএসসি নার্সিং শিক্ষার্থীদের সমস্যা

বরিশাল নার্সিং কলেজের পোস্ট বেসিক বিএসসি নার্সিং শিক্ষার্থীরা আন্দোলনের কারণে পরীক্ষার ফরম পূরণে ব্যর্থ হয়েছেন। শিক্ষকদের অসহযোগিতার কারণে ফরম পূরণের শেষদিনেও চতুর্থ বর্ষের প্রায় ৪০০ শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেননি।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শাটডাউন কর্মসূচির সময় হামলাকারী তিন শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়ায় কলেজ কর্তৃপক্ষ তাদের ফরম পূরণে বাধা দিয়েছে। গত ১৮ মে তারা এক সংবাদ সম্মেলন করেও কোনো কার্যকর ব্যবস্থা পায়নি।
মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী, শাটডাউন কর্মসূচি ১৬ মে থেকে সাময়িক শিথিল করা হয়েছে এবং হামলায় জড়িত তিন শিক্ষক— আলী আজগর, ফরিদা বেগম ও সাইফ হোসেন রনি মোল্লার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষকে ১৬ ও ১৭ মে আন্দোলন শিথিল ও প্রশাসনিক কার্যক্রম চালুর জন্য জানানো হলেও, কলেজের ৩২ জন শিক্ষকের মধ্যে ২৯ জন ওই তিন শিক্ষককে বাদ দিয়ে প্রশাসনিক দায়িত্ব নিতে রাজি না হওয়ায় ফরম পূরণে সমস্যা তৈরি হয়েছে।
ফরম পূরণের শেষদিন কলেজ অধ্যক্ষ ওই তিন শিক্ষককে নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে বাক্যালাপ ও বাগবিতণ্ডা হয় এবং শিক্ষকরা ফরম পূরণ না করেই চলে যান।
কলেজ অধ্যক্ষ হোসনে আরা আক্তার রুমি বলেন, “আমরা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই ক্যাম্পাসে গিয়েছিলাম, কিন্তু শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে ঢুকতে দেয়নি, তাই অনেকক্ষণ অপেক্ষা করে ফিরে যেতে হয়।”
শিক্ষার্থীরা বলছেন, “মন্ত্রণালয়ের আশ্বাস থাকা সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ফরম পূরণে বাধা দিচ্ছে, যা চার শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য গুরুতর সমস্যা সৃষ্টি করেছে।”
আপনার মতামত লিখুন