মধুপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ, শিক্ষা আগ্রহ বাড়াতে ইউএনও’র উদ্যোগ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষায় আগ্রহী করে তুলতে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও মধুপুর সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি মো. জুবায়ের হোসেনের পক্ষ থেকে বিদ্যালয়টিতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ডাবল দোলনা, ডাবল স্লিপার, ব্যালেন্সিং সেট, মই এবং ঝুলন্ত রিংসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এসব উপকরণ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন, “প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলার উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ, ঝরে পড়া রোধ, মনিটরিং এবং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করার চেষ্টা করছি এবং তা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এর আগে প্রতিষ্ঠানটিকে একটি ৮ সিটের অটোরিকশা প্রদান করা হয়েছে। শিগগিরই আরও একটি ১০ সিটের অটোরিকশা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই ধারাবাহিক উদ্যোগ বিদ্যালয়ের প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি নতুন আগ্রহ ও উদ্দীপনা তৈরি করেছে বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।
আপনার মতামত লিখুন