সাদুল্লাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত বাবা হাসপাতালে

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ
সাদুল্লাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত বাবা হাসপাতালে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামে বজ্রপাতে লিমন মিয়া (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর বাবা হবি মিয়া। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে গ্রামের কৃষিজমিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন ছিলেন কৃষক হবি মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি তাঁর বিয়ে হয়েছিল। ঘটনার দিন সকালে লিমন ও তাঁর বাবা একসঙ্গে জমিতে বরবটি তুলতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তাঁরা পাশের সেচমেশিন ঘরে আশ্রয় নেন। হবি মিয়া ঘরের ভেতরে অবস্থান করলেও লিমন দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাত হলে লিমন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং তাঁর বাবা আহত হন।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী অনিক ইসলাম জানান, বিষয়টি জানার পর জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে।