ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য মালিকদের সময় বেঁধে দিল সরকার
ঈদুল আজহার আগে শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত মালিকদের সময় দিয়েছেন সরকার। ওই তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ না করলে যেসব মালিকের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান ও নৌ পরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
ড. সাখাওয়াত হোসেন বলেন, ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধ বাধ্যতামূলক। যারা বেতন পরিশোধে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মালিকরা দেশের বাইরে যাওয়াও পারবে না। ইতোমধ্যে পাঁচজন মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে এবং আরো অনেকের বিরুদ্ধে মামলা হবে।
ঈদের সময় নৌপথে নিরাপত্তা বাড়াতে লঞ্চগুলিতে অস্ত্রধারী চারজন করে আনসার থাকবে। এছাড়া বাল্কহেড ঈদের আগে ও পরে তিনদিন বন্ধ থাকবে বলে জানান উপদেষ্টা।
এতসব বিষয়ে আজ (২১ মে) সকালে সচিবালয়ে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন