জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলার অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলার অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে এই ঘটনা ঘটে। স্নাতক (পাস) কোর্সের কিছু শিক্ষার্থী উপাচার্যের গাড়ি থামিয়ে তাকে ঘিরে ধরেন এবং শারীরিক ও মৌখিকভাবে আক্রমণ করেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ২০২২ সালের স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থীরা বেশ কিছু দিন ধরেই অটোপাসের দাবিতে আন্দোলন করে আসছিলেন। তাদের দাবি, কোভিড-১৯ ও রাজনৈতিক অস্থিরতার কারণে তারা স্বাভাবিকভাবে পড়াশোনার সুযোগ পাননি, তাই তাদের সবাইকে অটোপাস দেওয়া উচিত। বুধবারও তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এ সময় উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করলে তারা তার পথ আটকে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন এবং পরবর্তীতে হামলা চালানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যাচের পরীক্ষা নিয়ম মেনেই অনুষ্ঠিত হয় এবং ফলাফলে ৬৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। করোনা পরিস্থিতি ও অন্যান্য বিষয় বিবেচনায় এনে শিক্ষার্থীদের অতিরিক্ত গ্রেস নম্বর দেওয়া হয়েছে। তাছাড়া, যারা অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য খাতা পুনঃমূল্যায়নের সুযোগও রাখা হয়েছে এবং চলতি মাসেই ফলাফল প্রকাশের কথা রয়েছে। কিন্তু এসব সুবিধা সত্ত্বেও, কিছু অকৃতকার্য শিক্ষার্থী বিভিন্ন মহলের উস্কানিতে আবারও অটোপাসের দাবি জানিয়ে আন্দোলনে নামেন, যা শেষ পর্যন্ত সহিংস রূপ নেয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাজীপুরের গাছা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। উপাচার্যের ওপর হামলার এ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং শিক্ষাঙ্গনে উদ্বেগজনক পরিবেশের সৃষ্টি হয়েছে।