রাতেই ১৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ৬:০৯ অপরাহ্ণ
রাতেই ১৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে এসব জেলার অন্তর্গত নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২১ মে) রাত ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এই ঝড়ের আওতায় আসতে পারে পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাংগাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলা।

আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে।