ইশরাকের মেয়র পদ শপথে বাধা শেষ, দুই উপদেষ্টার পদত্যাগ না হলে আন্দোলন চলবে: বিএনপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৫:১০ অপরাহ্ণ
ইশরাকের মেয়র পদ শপথে বাধা শেষ, দুই উপদেষ্টার পদত্যাগ না হলে আন্দোলন চলবে: বিএনপি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথগ্রহণে বাধা দেয়ার জন্য দায়ের করা রিট হাইকোর্ট খারিজ করেছে। এর ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা রইলো না বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

তবে আন্দোলন থামাতে নারাজ ইশরাক সমর্থকরা। তারা দাবি করেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তাদের পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

বুধবার থেকে কাকরাইলে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার হাইকোর্টের রায় ঘোষণার পরও ওই স্থানে অবস্থান করছে আন্দোলনকারীদের একটি অংশ। যুবদলের সাবেক নেতা আলাউদ্দিন বলেন, দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

গতকাল সন্ধ্যায় কাকরাইল মোড়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, মেয়র পদে শপথ না নেওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ করা হবে না। তিনি অন্তর্বর্তী সরকারের ওই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এবং সমর্থকদের সঙ্গে অবস্থান নেন।

হাইকোর্টের রায়ের খবর পেয়ে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপির নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করেন এবং স্লোগান দেন, “ইশরাক মেয়র হলো”, “জনগণের বিজয় হয়েছে”।